হাঁটা হলো না গড়ের মাঠে
একা কিংবা তোমার সনে।
বসা হলো না নদীর ঘাটে
দুজনে বা আনমনে।
স্বপ্নে এসেছিলে আর
স্বপ্নতেই রয়ে গেলে।
বাস্তবে না যদি এলে
কেন তবে ঘুম ভাঙালে!
তোমার সাথে চলবো বলে
পাশাপাশি ঘাটে বসে
নিরব কথা বলব বলে
দিনগুলি মোর গেল চলে।
একলা হাঁটা হলো না আর
জমলো নিভৃত কথার ভার।
এখন শুধু কল্পনাতে
একা বা দুজনেতে।
ইচ্ছেগুলো ইচ্ছেমতো
কল্পছবি আঁকে কতো।
থাকেনা স্বপ্ন ভাঙার ডর
ভাবের ভাবেই পরিয়ে যায়
জীবন প্রান্তর।।