"মিল—অমিল"


নদীতে নৌকার মাঝি,আর
সমুদ্রে নৌকার মাঝি এক নয়।
ঢেউয়ের সাথে লড়তে হলে
কৌশল জানতে হয়।
অজানা এক পারাবারে
জীবনকে বাজি ধরে,
জাগতে হয় সারাটা রাত
অজাগরের বুকের পরে।
নদীর মাঝি দেখতে পায় কুল,
সাগরে নেমে,কুলের কথা ভুলে মাঝি
সদা সচেতন,দিক যেন না হয় ভুল।
নদীর মাঝি এঘাট ছেড়ে
যায় অন্য ঘাটে।
যখন, সিন্ধুর মাঝি হাল ধরে
জানেনা সে ফিরবে কবে বাটে।
মাঝ দরিয়ায় ভাসিয়ে তরী
কেউবা,আপন ঘরে ফেরে না আর
পারাবারেই ভেসে চলে জীবন পারাবার।
মাঝি,নৌকো,বহতা জল----
অনেক কিছুর মিল থাকলেও
অ--মিল বিস্তর।।