দুঃসহ দিন ভীষন দারুন তারই মাঝে
তুমি এলে জীবনে মোর বন্ধু সেজে।
চারিদিক ঘিরে চলছে যখন তুফান
বয়ে দিলে তুমি তখন শান্তির বান।
দিন রাত যখন কাটছে বিভীষিকা
চারিদিক তাকিয়ে দেখি দাড়িয়ে আছি একা,
যতদুর চোখ যায় ধূ ধূ মরীচিকা।
যখন দুঃখ রাত আর বানভাসি দিন এক হয়েছে।
তুমি এলে দুহাতে সেই জল মোছাতে।
ঘনিয়ে এলো অন্ধকার যখন জীবন মাঝে
জ্বালিয়ে দিলে প্রদীপ তুমি সেই সাঁঝে।
বাঁচার কথা ভেবে যখন কাটেনা দিনরাত,
নিরবে এসে তুমি ধরলে দুটো হাত।
পরশ পাথর সম তোমার পরশ পেয়ে
একটু একটু করে খুশিতে মনটা গেল ছেয়ে।
সুখের কথা দুখের কথা ছিল যত মনে
ছড়িয়ে দিলাম তোমার কাছে কাগজে কলমে।
সমব্যথী হয়ে তুমি রাখলে সংগোপনে।
স্মৃষ্টি সুখের উল্লাসে মন উঠল মেতে,
ভয় পায়না আর তুমি আছ যে সঙ্গেতে।
ভীষন দারুন দুঃসহ দিন আজও আসে
সব ভুলে যায় যখন পায় তোমায় পাশে।
‘বাঁচতে পারি বাঁচাতে পারি নয়তো দুর্বল’
শিখিয়েছ এ কথা শক্তি দিয়েছ প্রবল।
তুমি হলে সঙ্গি আমার,সর্বত্র প্রতিক্ষনে,
ভুলে গেলাম যতকিছু দুঃখ ছিল মনে।।