প্রভু,এমন করে মেরোনা
যাতে ,ব্যাথা অনুভব হবেনা।
এমন ভিখারি কোরো না
যাতে, আস্তাকুরের খাবার খেয়েও
তোমার চরণে যাবো না।
প্রভু, এমন নিরাশ কোরো না
যাতে,মৃত্যু এসে দুয়ারে দাঁড়ালে
প্রানের ভিক্ষা চাবো না।
কষ্ট দাও,তাতে দুঃখ কিছু নাই
এমন দু:খ দিও না
যাতে,সুখ পেতে ভয় পাই।
দিনকে কোরো না প্রভু
তত গভীর কালো,
যখন রাতের আঁধার হবে
বেঁচে থাকার আলো।
এমন একা করোনা ,যখন
আশ্রয় নেব লোকালয় ছেড়ে
গুহায় কিংবা অরন্যে।
প্রভু, এমন ভাবে মারো
যেন মার কে ভয় পাই।
সারা জীবন মাথা খুঁড়েও
তোমায় যদি না পাই,
তোমাকে খোঁজা যেন
থেমে না যায়।।