কোল পেতে দাও---না,
মাথাটা একটু রাখি।
জগৎ  থেকে মুখ ফিরিয়ে  
অঝোরে একটু কাঁদি,
তোমার কোলে মুখ গুঁজবো
শব্দ শুনতে পাবে না,
তোমার আঁচলে চোখ মুছবো
কেউ জল দেখতে পাবে না।
চোখের পাতা ভেজা থাকবে!
উষ্ণ আদরে শুকিয়ে যাবে।
বৃষ্টি ঝরে মেঘের গুমোট
হালকা করে দেয়,
নিজে ভিজেও ধরনী তাকে
কোলে তুলে নেয়।
তেমনি করে কোলটি তোমার
দাওনা গো মা,কাঁদবো
ব্যাথার পাহাড় গলিয়ে
আবার নতুন করে চলবো। ।