যখন পেটে খিদে থাকে
ডাল ভাতও অমৃত লাগে।
একমুঠো দিলে তাকে
পরমের কাছে তোলা থাকে।
তোমাদের তো অনেক ছিল
একদিনও দিলেনা পাতে।
তাড়িয়ে  দিলে ভিখারি বলে।


ক্ষিদের জ্বালায় কেঁদে কেঁদে
যখন ঘুরি পথে পথে।
দুহাত ভরে দিলেন তিনি
ভূ-ভারতে জোগান যিনি।


এখন ক্ষিদে চলে গেছে
তাদের দানের পোলাও,মাংস
আর রোচেনা যে।
তাঁর দেওয়া ভালবাসার অন্নতে
মহানন্দে জীবন বাঁচে।।