সুখের খোঁজে হারিয়ে যেতে চাই।
       সবাই বলে,আমি লিখি
        শুধু দুঃখের কবিতা।
কেমন করে লিখব তার কথা!
    আজও পাইনি যার দেখা।
    আমি নাকি দুঃখ বিলাসী !
       জানিনা সুখের সংঞ্জা,
       মানি শুধু মনের কথা
      দেয় না সে সায় যা পাই
           তাকে সুখ বলে।
আজকে তাই হারিয়ে যেতে চাই,
সুখের সেই অজানা ঠিকানায়।
  দেবে গো,দেবে আমায় বলে,
এর খোঁজ পাব কোথায় গেলে?
একটু দাঁড়াও,আগে ভালো করে বলি—
             কাকে আমি চাই।
           বেশি কিছু না গো—
         শুধু ছোট্ট একটি কথা
                    ‘ভালো’।
এই কথাটা শোনার বড় লোভ আমার।
     হ্যাঁ গো,চেষ্টা করেছি অনেক—
     একে আপন করে পাওয়ার,
  সন্তান হয়ে,আত্মীয়া হয়ে,স্ত্রী হয়ে,
   প্রেয়সী হয়ে,বধূ হয়ে,মা হয়ে,
                   বন্ধু হয়ে।
   সর্বস্ব বিলিয়ে নিঃস্ব হয়ে গেছি,
        একে পাওয়ার লোভে,
    সব হারিয়েও সুখী হতে চেয়ে।
           সে কাছে আসেনি গো,
        দূর থেকে যখনি দেখেছে,
           দেউলিয়া হয়ে গেছি,
             অমনি চলে গেছে।
  সেই যে ঐ গানটার কথা মনে নেই?
  "সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে
            করেছি সোনার খাঁচা
             যা ছিল সব বিকিয়ে।"
      আমার অবস্থাও তাই হয়েছে।
      তাইতো আজ বেরিয়ে পরেছি,
                নাই বা এলো সে
             আমি যাব তার কাছে,
           দেখি সে কেমন ফেরায়।
             দেবে গো,দেবে কেউ
               সেই ঠিকানা বলে।
            একটা কথা বলে রাখি
          আগের মত তোমায় কিন্তু
                   সর্বস্ব দেব না
          কারণ কি—
                 রিক্ত  দেখে যদি
              আবার ফিরিয়ে দেয়।
তবে হ্যাঁ—  তাকে যদি আমার করে পাই
          তবে তার থেকে তোমায়
                     একটু দেব
       কেন জান—
                সেই চিরলালসার
              শব্দটা শুনবো বলে
               খু----------ব ভালো।।
                  ----------:-----------