আমার মাধবী
লীনা দাস(1/9/18)


মানুষের জীবন বড় ছোট এ ধরা'য়,
কত কিছু ঘটে যায় কেউ জানে না,
বিশ্বসংসারের কিছু যায় আসে না।


চক্রাকারে ঘুরতে থাকে পৃথিবী অনন্তকাল।
সমান্তরালে ঘুরতে থাকে সময়,
বদলে যেতে থাকে মানুষ।


আসা যাওয়া নিয়ে তৈরী কত কথা,
স্বপ্ন,ভালবাসা,মনখারাপ,না পাওয়ার দুঃখ,বেঁচে থাকার ইচ্ছেও।


বেঁচে থাকার জন্য দেখতে ইচ্ছে করছে তোমায় মাধবী!
মনে পড়ে তোমার সে-ই ছবির কথা?
একটি মেয়ে সীমাহীন এক পাহাড়ী রাস্তা ধরে যাচ্ছে হেঁটে,
এক নয়নাভিরাম আলো ছবির চারপাশে।
ছবিটা এঁকে ছিলাম তোমার,ওয়াশে।


দু'জনের চোখে ছিল কত স্বপ্ন!
স্বপ্নরা কথা বলত!
ইচ্ছে ছিল এক পূর্ণিমা রাতে,
শঙ্করপুরের সাগর কিনারে যে নৌকো অনাদরে আছে পড়ে,
সেথায় হবে রাতের খাওয়া।
জ্যোৎস্না,তবুও জ্বলতে থাকবে টিমটিম করে এক হ্যারিকেন,সবুজ রঙের,
গাছের ডালে ঝুলানো,
তোমার পছন্দে।
হয় নি! হতে পারত---এমন কত কিছুই হয়নি!


তোমার বাড়ীর কাঠগোলাপ  গাছটা আছে এখনও?
হাস্নুহানা?ফুল ফুটেছে এ বারের বর্ষায়?
তুমি নেই,তোমার স্মৃতি,
পাঠানো ফুলের ছবি,সব আছে সযত্নে!


মানুষ আসে চলে যায়!
গাছ থাকে এক জায়গায়।
তোমার ব্যালকনির পাশে মেহগনি গাছটা,
আজও নির্জন আকাশের নীচে দাঁড়িয়ে নিশ্চয়।


ওর সাথে কথা বোলো ফিসফিস করে,
জানতে চাও মেহগনির কথা-ও বলবে--
"ম্যাঁয় তনহা হুঁ,তনহা থা।"
আমিও তাই মাধবী!
একাই ছিলাম,একাই আছি!