( অনেক মেয়ের জীবনে তো এমন আঁচ লাগে!তাই মনে করে এ লেখা!)


#অথ_শ্বশুর_বাড়ি


#সবিনয় নিবেদন মহাশয়া;
জানি আপনি অসুস্থ ঘোরোতরো
এই অবস্থায় কিছু বলাটলা
মানবোচিত হবেনা একদম।
সময় নেই এতোটুকু বলতে হবে আজ
আপনার চোখে আমি ভাগ্যবতী
হ‍্যাঁ আমি ভাগ্যবতী নিঃসন্দেহে।
ভাগ্যবতী হওয়ার ভূমিকায়
আপনাকে ফুল মার্কস দিতে হল।


বিয়ে হয়ে মেয়েদের আপন বাড়ি এলাম
শ্বশুর বাড়ি আমার কত স্বপ্ন  চোখে মুখে।
পা দিয়ে বুঝলাম এসে পড়েছি ভুল জায়গায়।
দ্বারে নব পরিনীতা আপনি নেই বাড়িতে
পাশের বাড়ি আছেন বসে।
চেনা পরিবেশ ছেড়ে একটা বাইশ বছরের মেয়ে আপনার বাড়ির বৌ হয়ে এসেছে।
আপনি বসে আছেন পাশের বাড়ি?
কোনো স্ত্রী আচার হলনা তেমন ভাবে।
কি ভীষণ ভাবে চেয়েছিলাম মনে মনে
স্ত্রী আচার হোক আমার, ভেবেছিলাম চিরসুখী হওয়ার মন্ত্র হয়ত স্ত্রী আচারে!


দিন যেতে লাগল আপনার কারণে অকারণে বাজে ব্যবহারে অন্তর্দহনে ক্ষতবিক্ষত আমি!
আমার শিক্ষা আমায় সুশীল হতে শিখিয়েছিল
পারলাম না তাই কোনোদিন প্রতিবাদ করতে।
মেনে নিলাম আপনার ঔদ্ধত্য আচরণ!
মহাশয়া;
প্রথম বৌ হয়ে যখন এলাম একটা মাতৃহীনা তরুণী ভেবেছিল মা পেলাম
এ কথায় যা উত্তর দিয়েছিলেন ভাবলে আজও চোখ অশ্রুসিক্ত হয়ে যায়।
ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লাম শেষ অস্ত্র প্রয়োগ করলেন বাড়ি ছাড়া করলেন।
একটা ভাল কাজ আপনি করে ফেলেছিলেন অজান্তে বাড়ি ছাড়া করে।
আপনার পরিকল্পনা ভেস্তে গেল
তাতে আমি বরং জিতে গেলাম।
টানাপোড়েন জীবন শুরু।
আমার জীবনে ঘটে যেতে থাকল যেন সমুদ্র মন্থনে উঠে আসা চন্দ্রমা,ঐরাবত,উচ্চৈঃশ্রবা কালো ঘোড়া,পারিজাত ফুল সব শেষে ধ্বন্বন্তরী এলেন অমৃতের কলসী কাঁখে।আমার চোখে সে আপনি। সৌভাগ্যবতী তকমা দিলেন
আর আপনাকে দিলাম পুরো ফুল মার্কস।


আমি প্রতিদিন মরছিলাম একটু একটু করে।
অনেক আতিপাতি করে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে দেখলাম
আপনার সাথে আমার কোনো মধুর স্মৃতি নেই।
ভালবাসতে পারলেন না একদিন ও!
তাই শ্রদ্ধা আর তৈরী হোলোনা।
আপনার মৃত্যুতে আমার চোখ ভিজবে না নিশ্চিত জানি।
মন খারাপ হবে এই ভেবে যে
আপনার সন্তানেরা মাতৃহারা হল!
সম্মান করি আপনাকে আমার শিক্ষার গুণে।
ভালবাসা হীন সে সম্মান!
#কলমে_লীনা©