লীনা দাস(4/11/17)


তিনটি মেয়ের গল্প শোনায় তোমায়।
একটি হল শ্রুতি কৃষ্ণা,গম ও ধানের গহনায় সজ্জিতা,বিয়ে করল।
ঠিক যেন কালিদাসের শকুন্তলা;
আমাদের সমাজ নিলনা কাব্যিক ভাবে!
সমালোচনার ঝড়েও সে অনড়।


সাহেলা নেছিল,মালয়ালি কন্যা,
মুসলমান মেয়েটি 'নিকাহ'তে
প্রথাগত দান "দেন-মোহর"নিলনা,
চাইল পঞ্চাশটা দুষ্প্রাপ্য বই।


সমাজ গেল বিপরীতে,
সোনা টাকা পয়সা না?শুধু বই?
সাহলা নিজ সিদ্ধান্তে অবিচল।


আরও একজন বাংলাদেশের
তসমিন জারা,
ঘনিষ্ঠ জন,আত্মীয়-স্বজন 'নিকাহ'বয়কট করে তার।
কেন?না সে ঠাকুরমার সাদা সূতির শাড়ীতে নিকাহ করে।
না কোন গয়না না কোন ঝলমলে শাড়ী, সাজ।


সমাজের কাছে ওদের একধরনের প্রতিবাদ,চিরা
চরিত প্রথার বিরুদ্ধে।


শুনতে সহজ,বিষয়টা গভীর,
চেতনা জাগ্রত হোক,নারী পুরুষ নির্বিশেষে।
পরিবর্তন প্রয়োজন মানসিকতার, আমাদের তোমাদের সবার।