বিষাদসিন্ধু
লীনা দাস


কেমন আছ জানতে চেয়ে
আর বিরক্ত করব না তোমায়!
জানি,উত্তর তুমি দেবে না।
ঘন্টা থেকে পল-দিন-মাস-বছর যাবে চলে
অবিচল থাকবে তুমি তোমাতে!
যে তোমার অনেকখানি ছিল জুড়ে--একদিন
সে আজ আর কেউ না!


পোড়া এ মন মানে না মানা,
আঙুলগুলো নিসপিস করে
জানাতে চাই তোমায়,
"আমি বেঁচে আছি।"


বেঁচে আছি বটে,তবে জীবন্মৃত।
পঞ্চইন্দ্রিয় নিয়ে দিব্বি আছি
শুধু হৃদয়টাই ভাঙ্গাচোরা!


তবু তুমি আছ আমার ভঙ্গহৃদয়ের মধ্যিখানে
তবু তুমি আছ আমার দেহে
প্রবাহিত প্রতিটা রক্তকণায়।


সারাদিনের ব্যস্ততার মাঝেও ডেকে তুলি তোমায়
(যদিও ইষ্টনামের মতো আছ তুমি অন্তরে সর্বদা।)
রক্তকণারা ছুটতে থাকে,
গল্প বলি তোমায়,
কত-না বলা কথা,কত-ব্যথার কথা!


কথা ছিল তোমার সাথে ভাগাভাগি করে নেওয়ার,
কথা রাখোনি!
আমি তো শেষ করিনি!
তাই তোমাকে জাগিয়ে তুলি
প্রতি রাতে--
রক্তকণারা ছোটে তীব্র---গতিতে
আমি গল্প বলে যাই একা একা চোখের জলে!