শুক্ল পক্ষের চাঁদ
লীনা দাস(17/12/18)


শেষ কৃষ্ণপক্ষের চাঁদের মতো কৃশ আর মলিন,
মৃত‍্যুর ছায়া সারা মুখে!
গিজগিজে অজস্র বলিরেখা!একরাতে!


জীবনে ভরাতরীর ভরাডুবি হয়েছিল যেখানে
হৃদয় এখন উৎসব উতল সেখানে।
পুজোর বাজনা বেজে উঠেছে প্রতিটা রক্তকণায়
হৃদয়ে আমার মেঘমল্লারে
শিহরিত আজ মন।


বহু যুগের ওপার থেকে
মেখলা উড়িয়ে এলোকেশী মেঘ হয়ে ঝরল সে।
আমার আরাধ্য মেয়ে 'কবিতা'।
শোকের জড়িমা ঠেলে
ধীরে ধীরে উঠছে বেঁচে মৃত মন।