সারাটাদিন মন খারাপের ঝাঁকে ঝাঁকে বৃষ্টি।
বৃষ্টি শেষের আকাশ ঝলমলে পরিষ্কার,
ইউক্যালিপটাস গাছের ছিপছিপে পাতার গা--
চাঁদের আলোয় চকচকে যেন চাঁদের বনে ঝড় উঠেছে।


বুকের মধ্যে দেবতা ঘুমিয়ে দৈত্য ও আজ ঘুমিয়ে।
সুগন্ধী ফুলের গন্ধের মতো শুধু দ্বিধাহীন ভালবাসা আজ জেগে!
আমার ভালবাসা এখন হয়ত তার কাঙ্খিত নারীর অঙ্কশায়ী!


দুঃখ, যন্ত্রণা, মন খারাপ চোখের আড়ালে
মনের গভীরে রেখে হাসি আর ভাল টুকু এনে সাজায়!


ভালো মন্দের দ্বন্দ চিতায় শেষ--
মৃত্যু মহান করে দেবে মৃত্যু সব মানুষকে মহান করে!
ভালবাসার জয় হবে লেলিহান চিতার আগুনে!
ভালবাসার চোখে জল দেখা যাবে আমি তৃপ্ত ও জয়ী হব সেদিন!


মৃতকে কেউ খারাপ বলেনা--
একা আসা আর একা যাওয়া!