ঘর===লীনা দাস.


ঘর কি শুধু চারটে দেওয়াল, জানালা,মাথার উপর ছাদ
আর এক টুকরো বারান্দা?
যেথা আপনজনের সাথে নিশ্চিন্তে
সময় যাপন করা যায়?
সব সময় বুঝি তা হয় না।


উদাহরণ স্বরূপ বলা যেতে পারে
সাধুচরন সাঁধুখা......
যিনি একদা নিজের ঘরের হকদার ভেবে
আপনজনের সাথে কাটিয়েছেন বহুকাল।


ভাগ্য বিড়ম্ববনায় হয়ে গেলেন মানসিক রোগী।
দীর্ঘদিনের শেষে ফিরে এসে দেখলেন
ঘর আর তার নেই!
আপনজনও আর চিনতে চাই না!


পড়শিরা যাদের তিনি কোন কল্পনাতেও স্থান দেননি
তারাই তাকে আশ্রয় আর সঙ্গ দিলেন।
সে ইট কাঠ পাথরের সাথে
সাঁধুখা'র নাড়ীর যোগ নেই।
তবুও তো আশ্রয়!
সে আশ্রয় সম্মানের সে আশ্রয় মানবিকতার!


সম্মান মানবিকতাটুকু না থাকলে
মজবুত হয়না ঘর।
সাঁধুখা'র ছিল অভ্যাসের ঘর,
এখন হয়েছে সম্মানের ঘর।


ত্রিপলের ছাউনি বা খোলা আকাশ
তার নীচে সংসার,ওটাই তাদের ঘর,তাদের আশ্রয়।
ভালবাসা আর টান তারজন্যই আশ্রয়ে ফেরা।


মস্তানদাদা আর পুলিসের তাড়া খেয়ে
"খোলা আশ্রয়" অন্য কোথাও অন্য কোনোখানে
'ভালবাসার'অস্থায়ী আশ্রয় গড়ে তোলে!


ঘর আর খোলা আশ্রয়ের মধ্যে
তফাত এটুকুই......
ঘর হোলো স্থায়ী আর আশ্রয় ?
অস্থায়ী।