হৃদয়ে_মাধবী


(১টি_নিরীহ_প্রেমজ_গদ্য_কবিতা)


আজ পূর্ণিমা, কিন্তু মেঘে ঢাকা আকাশ,
কেমন একটা মেঘের ভাব ছড়িয়ে চর্তুদিক।
ভাঙ্গা ভাঙ্গা মেঘে,জ‍্যোৎস্নার দমবন্ধ অবস্থা,


পলকা ঘুড়ির মতো ভেতরটা কাঁপছে আমার,
আমার জীবনে ওরা আর নেই!
না মাধবী না অপরূপা!


বহু বছর হয়ে গেছে পার--
মনে পড়ছে আজ মাধবীকে,
মাধবী'র লোহার মতো শক্ত হাত--
গায়ে একটা সুতীব্র গন্ধ,
কাছে টানার উদগ্ৰ গন্ধ-
ঠিক যেন গোবর মাটি লেপানো উনুনের ধোঁয়ার গন্ধ।


"লোহার মতন হাত তোর"-
বলেছিল,"তুলার হাত হয় তুদ্যের ঘরে,হামারা কাঠ কাট্য,বাসুন মাজ্যি,পাথর ফট্টাই।"


মতি'র কথা ও পড়ছে মনে,
ও মাধবী কে রাগাত, বলত,"ফার্ণেস বন্যে যাব তুর লেগ্যে;তুর লোহার শরীর গলাঞ্চি দিব।"


মেঘ সরে যাচ্ছে,দমচাপা কম্বল থেকে পূর্ণ শশীর উঁকি,
ডিমের কুসুম ভেঙে যেন,গলন্ত সোনা পড়ছে চুঁইয়ে।


কে মেঘ সরাল? মাধবী?
কস্তুরী নাভির গন্ধ,উনুনের ধোঁয়ার গন্ধ--
মাতাল_আমি,আত্মসুখ অনুভবে!
সময় পার করতে চাইনা!


#বিঃদ্রঃ- কিছু কথা কোনো গল্প থেকে নেওয়া।গল্প বা লেখক কারোর নাম মনে নেই।দুঃখিত।