যন্ত্রণা
লীনা দাস


কিছু কিছু মানসিক যন্ত্রণা আছে
ধীরে ধীরে কালের সাথে সাথে
লুপ্ত হয় আপনা আপনি।


কিছু কিছু মানসিক যন্ত্রণা আছে
যেমন আহত বাঘ বা বাঘিনী
নিজের ক্ষতস্থানটা বার বার চাটে,
আমিও তেমন আমার যন্ত্রণাগুলোকে
বার বার খুঁড়ি।
কাজের শেষে যখন একলা ,
নিজের দুঃখগুলোকে আদর করি!


যে বা যারা আমাকে পোড়ায়
তার বা তাদের কাছে মনে হয় হয়ত তুচ্ছাতিতুচ্ছ!
হয়ত তাই!ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার মতই।
পারিনা আমি,উড়িয়ে দিতে!


আমার বুকটা পুড়তে পুড়তে পুরো কালো
পুরোটা অঙ্গার এখন!
কেউ ভালবাসার রাজপ্রাসাদে দিনানিপাত করে,
কেউ বা ভালবাসার মানুষের দেওয়া আঘাতকে
ভালবেসে বা খুশীর মুহূর্তগুলোকে সামনে এনে
অবরে সবরে দিনানিপাত করে জাবরকেটে!