নরক গুলজার
লীনা দাস (কাব্য চারুলতা)


ঈশ্বর হে ঈশ্বর!
এতো নরক পূতিগন্ধময়!
স্রষ্টা–কোথায় আমি?


(দৈববানী)


নরকে তুমি!নরকেই যত গল্প
স্বর্গের সব গল্প পুরোনো,বহু পঠিত।
সেইতো অপ্সরীদের নৃত্য,নন্দনকানন,
দেব-দেবীদের সাত কাহন।
অন্তর্দৃষ্টি দিলাম তোমায়
দেখতে থাকো নরক গুলজার।


চলবে--