খুশী
         লীনা দাস(22/4/17)


বিষণ্ণতা প্রচ্ছন্ন,শ্রাবনের মেঘলা আকাশের মতো,
তোমার কবিতায় ঘনবদ্ধ একটা মন পেয়েছি,
সুগন্ধী পাঁপড়ি ঢাকা মন।


দুঃখ থেকে আসে সৃষ্টি,
কবিতা খরার রাজ্যে,অকাল বর্ষণে--তোমার শব্দরা আজ মুখর।


শালবনে ফুলের কুঁড়ি এসেছে,
ঘন সবুজ বনের মাথায়,
পরতের পর পরত।
মেঘ জমেছে,এক পশলা বৃষ্টি হবে
হয়ত।
মহুয়ার ম্ ম্ গন্ধে,মাতাল হবে
হাওয়া।


আমার কানে কানে মনে মনে
গুঞ্জরন করছে,কয়েক ছত্র কবিতা।
মাধবী কত সুন্দর!সুন্দর তার রুচি!
কত গোপন তার ভালবাসার প্রকাশ!
গভীর কমনীয়তায় ভরা সে ভালবাসা!
মাধবী----ই;আমি তোমার কাছে যাচ্ছি-----।