মম তাজমহল।
লীনা দাস (কাব্য চারুলতা)


আমার বাঁচতে ইচ্ছা করেনা!মরে যেতে পারলে---
আমার উপর রাগ করলে?
কি করব বল!
ভালবাসাটা উথলে উঠল নতুন করে।
তোমার রাগ হয় আমার ছেলে মানুষীতে জানি
তবে সবটাই আমার আন্তরিক তোমার প্রতি।
লজ্জা পাচ্ছ?
লজ্জাহীনা দেখে আমার?
তোমার সাথেই তো বলছি।
তোমার বুকে একটু মাথা রাখব?
যদি হ্যাঁ বল আমার মত খুশি না সুখী কেউ হবেনা।
একবার হ্যাঁ বলে দাও।
ভাবব কেউ একজন নিঃস্বার্থ ভাবে আমাকে ভালবাসে।
আমি ভরপুর হয়ে যাব।আমার ভালবাসাকে ছুঁয়ে ফেলব!
আমার ভালবাসা তোমায় ধন্যবাদ! তোমার বুকে মাথা রাখতে দেওয়ার জন্য!
আর তোমাকে দিলাম তোমার কাছে মূল্যহীন আমার অভিমানে ভরা চোখের জল!