"মানবিকতায় ধর্ম"


আমার পরিচয় আমি একজন মানুষ।
আমি শিখ নাকি বৌদ্ধ নাকি খ্রীষ্টান
নাকি হিন্দু না মুসলমান?
প্রয়োজন বা তাগিদ কোনোটায় নেই।
আমি মাজারে চাদর চড়াই,ওলা-
বিবি তলা যায়,
আবার শিব,কালী,শনি সবমন্দিরে
যায়,কোন পার্থক্য চোখে পরে না।


ওহে ধর্মভীরু মানুষ,সবার আগে
মানুষ হউ।
ওহে দেশরক্ষী,দেশকে রক্ষা করতে হিংসা ছড়িও না,
ওহে মাস্টার বিনয়ী হউ,বিদ্যা
মানুষকে বিনয় দান করে,
আর তুমি সন্ত্রাস ঘটানোর প্ররো-
চনা দিচ্ছ?
তোমাদের মতো শিক্ষকদের গর্দান
দেওয়া উচিত সব দেশের।
পরমত পরধর্ম সহিষ্ণু হতে শেখাও মাস্টার।


আমার ঈশ্বর তোমার আল্লাহ্ বা
কারোর গড একজনই।
যে যার মতো বন্দনা করে,সবই
এক,ডাকা আর নামই আলাদা।
সবাই এক ঈশ্বরের সন্তান।


ভিন্ন ভিন্ন রং আমাদের ,
ভিন্ন ভিন্ন ভাষা,ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত
আমাদের ভিন্ন ভিন্ন প্রত্যাশা।
শরীরে একই লাল রক্ত বইছে,
একই ধরিত্রীমাতার কোলেই জন্ম
নিই,
একটাই আকাশ সবার,সবার
জল জীবন আঁধার স--ব এক,
একই আকাশে একটাই সূর্য
একই বাতাসে সবাই প্রাণভরে শ্বাস নিই।


কেউ কোনদিন চাঁদকে সূর্যকে
জিজ্ঞাসা করেছে,তোমাদের ধর্ম
কি?কেউ কোনদিন গঙ্গাকে জিজ্ঞাসা করেছে,চিরপবিত্রতার
ধর্ম কি?


যে যা কাজ করে সেটাই তার ধর্ম
পিতা পিতৃ ধর্ম পালন করেন
সেটাই তাঁর ধর্ম,মা সংসার ধর্ম
পালন করেন,সেটাই তাঁর ধর্ম।


সেটাই ধর্ম,যে ধর্ম মানুষকে শেখাই মানুষের উপকার করা,
সৎ কর্ম সর্বদা জ্যোতি দেখাই
সৎ পথই সৎ কর্ম।


সবার মত ই শ্রেষ্ঠ,কিন্তু সবার উপরে মানব ধর্ম।
সার কথা একটাই 'গীতা' 'বাইবেল' 'কোরান' সব ধর্মগ্রন্থ
একই কথা বলে,পরের কল্যাণ কর।