মন-দরজা
লীনা দাস (কাব্য চারুলতা)(22/2/18)


মানুষের মনে আছে অসংখ্য কুঠুরী।
প্রেমের কুঠুরী,ঘৃণা,দয়া,মায়া আবার নিষ্ঠুরতার কুঠুরী।
স্নেহ মমতার আলাদা কুঠুরী তো হিংসার ও আলাদা।
আছে জেদ-দম্ভ-হীনমণ্যতার আলাদা কুঠুরী।


কুঠুরীর ভিতর আবার অজস্র কুঠুরী,ছোট্ট ছোট্ট খোপ।
ভালবাসার কুঠুরী-----কোনো খোপে ভীরু প্রেম,
আবার কোনো খোপে উদ্দাম প্রেম,কোথাও ক্ষয়াটে,
গোধূলিবেলায় মরে আসা আলোর মতন!!


হিংসার কুঠুরী------টাকার জন্য হিংসা,যশের জন্য,
অধিকার পেয়ে অধিকার হারিয়ে হিংসা।


কর্তব্যবোধের ঝিল্লি ভেদ করে এসে গেল প্রেম।
সূর্মাপরা চোখে গাঢ় ভাষা,বুক দুমড়ে মুচড়ে ওঠা!


কুঠুরী আলাদা,খোপ স্বতন্ত্র তবুও অনুভূতিগুলো
একে অপরের ছোঁয়া, সব না পারে বাঁচাতে।
এক খোপের অনুভূতি চুঁইয়ে চুঁইয়ে চলে যায় অন্য খোপে!
তালগোল পাকিয়ে যাওয়া মিশ্র দশা আজ মাধব-মাধবীর!