#মুখাগ্নি
20.7.21 লীনা দাস (কাব্য চারুলতা)


আমার স্বপ্ননীল ঠিক দু'ঘন্টা আগে মারা গেল!
কষ্ট হচ্ছেনা,করুণা!
ওর প্রেমিকা আছে আজ জানলাম সন্ধ‍্যাতারা ওরফে কাজললতা
সে দিয়েছিল নাম তাও জানলাম।


ঘেন্নায় রি রি করছে শরীর!
প্রাণহীন দেহটা--
মুখাগ্নি করতে হলো আমাকেই।
গুম গুম শব্দে শরীর ঢুকে গেল আগুনে।
তুমি মেয়ে;
পরকীয়ায় সংসার ভাঙলে
সামনে দাঁড়াতে পারলে না
কোনো পরিচয় নেই তুমি অচ্ছুৎ।


অশৌচ-
অশৌচ পালন শেষে -পিন্ডদানের মন্ত্র নাড়া দিল--
ওহে (স্বপ্ননীলের)প্রেত শ্মশানের আগুনে দগ্ধ হয়ে,আত্মীয় পরিজন ছেড়ে ঝুলে আছো বাতাসে
তোমায় দুধ দিলাম পানের জন্য
জল দিলাম স্নানের জন্য
গ্ৰহণ করে তৃপ্ত হও।


মন হু হু করে উঠল,ভালোতো আর বাসিনা।
মনে হল ও ওখানে বড্ড একা
করুণ চোখে আমার পানে চেয়ে
দু'জনেই হাত বাড়িয়ে,ছুঁতে পারছি না!
জীবিত মৃত জগতের অদৃশ্য দেওয়াল পেরিয়ে ধরতে পারছি না কারো হাত।


শ্রাদ্ধ শেষে--
সাঁজবেলায় মাটির সরায় ওর প্রিয় খাবারের সাথে আরও প্রিয় গরম গোলাপ জামুন সাজিয়ে
পাড়ার পুকুরের ধারে অন্ধকারে রেখে এলাম।
কেউ একজন বললে পেছনে তাকিও না আর
কেন?তাকালে কি ওকে দেখতে পেতাম?
চলে যেতে যেতে মনে হল আমার
এক সময়ের একান্ত আপন স্বপ্ননীলকে আঁধারে ফেলে গেলাম।
অন্ধকারের পৃথিবীতে পারবে তো মানিয়ে নিতে?
হে অন্ধকারের অতল কালো স্নেহ,
ওর খেয়াল রেখো!


©লীনা দাস