! নষ্টসেরা!
লীনা দাস


ভেবেছিলাম আমি, তুমিই আমার
দেখা সেরা মানুষ।
ভুল ভাঙল আমার,দেখলাম তুমি
অনেকের থেকে অনেক বাজে।
আমার চোখে,কারণ ভুক্তভোগী
আমি।
সবাই তোমায় সাবাসি দেয়,ভীষণ
ভাল তুমি,হ্যাঁ ভাল অত্যন্ত ভাল।


ভেতরটা আমি না দেখলে আমিও
তাই বলতাম।
তোমার বুকের ভালবাসার খাঁচা
বোধহয় অনেক বড়?
সেখানে কি ভাগ ভাগ করা?


তোমার সোহাগের নীল পাখিরা
কতদিনের চূক্তিতে থাকবে সেখানে।
তোমার আবার সোহাগ তো মাত্র
দশদিনের।
সোহাগী নীলদের বুঝতে অনেক
সময় লেগে যায়।
তুমি হচ্ছ ঐ দশদিনের সেরা মানুষ,আসলে নষ্টসেরা!


কত নীলপাখী বুকে তীরবেঁধা
নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে !
কে জানে!