#প্রেম-বুভূক্ষা


প্রেমিকা আমার, তোমার মনের হিংস্রতাকে মানিয়ে নিয়েছি।
চেয়ে দেখো নীল আসমান
যেখানে জমাট মেঘের  মিনার,
মন ভাঙার মতো ভেঙে
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে,
যেন ঠিক মেঘের পালক।


ভালবাসার নাম উচ্চারণের সাথে
  ভুলে যাই তোমার
"সুন্দর অসম্মান!"
(আমি তোমার সব কিছু মানিয়ে নিয়েছি মাধবী!)
লেপ্টে আছ তুমি আমার অস্থি মজ্জায়।
সমুদ্র জোয়ারের শ্বেত জলোচ্ছ্বাসে দিশেহারা  আমি!
শব্দহীন ডানা মেলা ছায়া ঘুরছে  রুপালী শঙ্খচিলের
মাথার উপর চক্রাকারে!


দেখো মাধবী,মেঘের ছোটো ছোটো  পালক আর নেই!
আকাশে নীল রঙ লাগছে
দিগন্ত বিস্তৃত নীলাকাশ।
এতো নীল হয় আকাশ?


অস্তরাগের মূর্ছনায় নীলাকাশে লেগেছে
গোলাপি তুলির টান।
ঝিকিমিকি তারাদের রাজ্যে আজ বাসর সাজায় চল মাধবী!
আমার ধমনীতে তোমার রক্ত হোক প্রবাহিত।
সঙ্গী থাকুক নৈঃশব্দ রাত।


#বই__চান_ঘরের_কান্না
#কলমে_লীনা_দাস
13/9/19