স্বপ্ন ভয়-২
✍️কলমে-লীনা দাস(15.4.20)


আজকাল আমার খুব ভয় করে ঘুমাতে ডাক্তার!
ঘুমালে সেই স্বপ্নটা তাড়া করে
জোড়া সাপের স্বপ্ন
'শঙ্খ'লাগা সাপের স্বপ্ন!


স্যাঁতসেঁতে জায়গায় বাঁশঝাড়ের পায়ের কাছে
ঝিমঝিম অন্ধকার।
বাঁশপাতার ফোঁকর দিয়ে পড়া চাঁদের আলোয় দেখি ওরা শুয়ে আছে কুন্ডুলী পাকিয়ে।
দেখি আমি ফণার উপর গরুর ক্ষুর চিহ্ন।


হাওয়ায় ভাসে রাতচাঁপা ফুলের মিষ্টি সুগন্ধ।
ইঁদুরের চিঁচিঁ শব্দ শুনি ক্ষুদে ক্ষুদে সফেদ তীক্ষ্ম দাঁত বসায় ওকে
ঘুম ভেঙ্গে যায়।
বিশ্রী অস্বস্থি হয় গায়ে কাঁটা দেয়।


ডাক্তার তুমি বাঁচাও আমায়!
প্রতিদিন একই স্বপ্নের বিষ
আমায় জ্বালায় পোড়ায়
রক্তে পড়ে ছড়িয়ে।
নিজেই বিষধর নাকি বিষাক্রান্ত জানিনা ডাক্তার!


শরীরের বিষ অ্যান্টিভেনমে চলত চেষ্টা
স্বপ্নে বিষ মিশলে কি করব ডাক্তার?