শিরোনামহীন--1
লীনা সেন দাস(21/5/17)


যাযাবর পাখীদের মতো এখন মানুষ মানুষী।
গোল্ডেন প্লোভার পাখীদের মতন,
ওরা সমুদ্র পাড়ি দেয় একটু  উষ্ণতার খোঁজে।


দু'জন মানব মানবীর এই পার- মানবিক যুগে--
একটা দিনই নিটোল জীবন,
ঠিক মুক্তোর মত।


বিয়ে সারাজীবনের একটা গভীর
ব্যাপার।
চিরস্থায়ী ভাবনা,কামনা আর প্রায়ই নেই।
ওরা অস্থির,ক্ষণস্থায়ী,ছটফটে অপরিনত সম্পর্কে বিশ্বাসী!


আগামী দিনের কথা ভাবার সময় নেই------
সারাজীবনের কথা ভাবনার প্রশ্নই নেই।
জীবন,ভবিষ্যত যখন নিজ নির্ধারিত ছিল,আবেগে আয়েশে
ভেবে দিন কাটানো যেত---


এখন----
দেশ,কাল,অর্থনৈতিক,সমাজ,
রাজনৈতিক ভবিষ্যত অন্ধকারে,
এমন কি পৃথিবীর ভবিষ্যত-ই
অর্নিদিষ্ট---তখন ওসব ভাবা?
বোকামির নামান্তর ছাড়া আর কি?


ওরা থাক ওদের মতন,বাকীরা থাক তাদের মতন।