স্মৃতি-বিস্মৃতি ২
লীনা দাস


আজকাল সব ভুলে যায়,
জানালা-দরজা-চার দেওয়ালে আবেষ্টিত আমি।
গনগনে দুপুরে একলা কাকের ডাকে,
আনমনার ঘোর ছিঁড়ে ভাবতে থাকি কি বার,কি মাস,কে আমি,নাম কি?


গোলমেলে অবস্থায় বড় আয়নায় নিজেকে দেখে থতমত খায়,চিনতে পারি,
মনে পড়ে নিজের নাম,
পাহাড়ী নদীর হড়পা বানের মতন,
বরফ গলা জলপ্রপাতের মতন হু হু আসে স্মৃতিরা।
মাধবীর স্মৃতি,পাগল পারা আমি!


ফেলে-আসা সব স্মৃতির বিষাদ কুয়াশা
হিমেল হাওয়ার মতন পড়ে ছড়িয়ে।
মনখারাপ বাড়তে থাকে,
তোমাকে কটু কথা বলার জন্য মনখারাপ,
উইপোকা খাওয়া আমার কবিতার পান্ডুলিপি,
ওরা বই হতে পারবে না তার জন্য মনখারাপ!


বিষাদের বোঝা নিয়ে বসে থাকি ঝুম!
ক্রমে রাত গভীর,
এক চিলতে জ‍্যোৎস্না এসেছে মেঘ ফুঁড়ে,
চোখ জুড়ে আসে,আত্মার উপর ঝিম নামে।


শব্দের কণিকারা ভেসে আসে কুয়াশার মতন,
টুপটাপ ঝরতে থাকে অবিরত!