ভাবনা--5
লীনা দাস


ক'দিন ধরে ঝরছে শ্রাবন অবিরাম আকাশের মুখ,থমথম দিনরাত।
সকাল বিকাল দুপুর সন্ধ্যে লাগছে
সব এক,
ঠিক যেন নীলগাইয়ের নীলচে কালো রঙ।


মনখারাপ চলে বর্ষার দিনে হাওয়ার থেকে দ্রুত,
অদ্ভূত এক অনুভূতি জাঁকিয়ে ধরে
বাইরের জগত গোটাতে গোটাতে
আবছা,
হৃদয়ে শোঁ শোঁ শব্দ বৃষ্টির মতো ঝাপসা।


মনের কুঠুরী আঁধার হয়ে তারপর ঝরতে থাকে!
ঝমঝমিয়ে ঝরে পড়তে থাকে
শরীর বুক জুড়ে!


প্রকৃতির সাথে পাল্লা দিয়ে চলে
হৃদয় বর্ষণ,
অবিশ্রান্ত বর্ষণ,কিছু ভাল লাগেনা
কিচ্ছু না।
অলস ভাবে শুধু,একা,ভাল লাগে শুয়ে থাকতে!


অলস বুকের বৃষ্টির শব্দ ও শুনতে পাই!
একটানা শব্দ,ঝিম ধরানো শব্দ,
নড়তে চড়তে না ইচ্ছে
দু'হাতে জড়িয়ে ধরতে ইচ্ছে করে,মন খারাপের সেই বৃষ্টিকে!
থেমে যায়,দিন কয়েক পর থেমে
যায়,মনখারাপের বৃষ্টি!


মাঝে মাঝে টুপটুপ জল পড়ে;
মনের কানায় কানায় জমে ওঠে--
টলটলে দুঃখবোধ,যা,কোনদিন
যাবার নয়!
সবকিছু ছাইচাপা দিয়ে পুরনো জীবনে ফিরি
একটু একটু করে জীবনের ছন্দে
ফিরতেই হয়!