বাঁশবন,সবুজের হাতছানি, ঝিঁ ঝিঁ জোনাকির মেলা।
বৈশাখের উত্তর আকাশের অনেকটা জুড়ে সপ্তর্ষিমন্ডল,
মরীচি,বশিষ্ঠ,অঙ্গিরা,অত্রি দক্ষিণে পুলস্ত‍্য পশ্চিমে পুলহ,পুলহের উত্তরে ক্রতু।


গভীর রাত,লক্ষ্মীপেঁচা নাম না জানা গাছের ডালে বসে ডাকছে,
দূরের ছায়া ছায়া পাহাড়ের পাদদেশ থেকে
পাখি ডাকছে।কপারস্মিথ--
নদীর ওপারে দোসর সাড়া দিচ্ছে টাক‍্যু টাক‍্যু।


আমার বুকেও অনেক কামনা-বাসনা
কপারস্মিথের মতো!
আমার ভালবাসার ঠোঁটের কোণে দেখেছি
জলফড়িংয়ের ডানার মতো,
একটা তিরতির করে কাঁপতে থাকা হাসি।


এভাবে হেসোনা,বুকের মধ্যে সব কিছু গলে যায়,
চোখের পাতার উপর একটা কালো তিল,
ঘাড়ের কাছে একটা,বুকের ভাঁঁজে আরও তিনটি,
আমায় চুরী করে দেখতে হয়,
আমার ভিতরের পাগলটাকে অনেক কষ্টে চাপা রেখেছি!
আমায় সুস্থ থাকতে দাও,
আমার বড় কষ্ট,তুমি বুঝবে না!


ফুলের গন্ধ,ধূপের গন্ধ,চান করে ওঠা শরীরের বিবশ করা গন্ধ!
ভাবতে চাইনা,সারা শরীর কাঁপছে, জ্বর এলো?
ডাক্তাররা কি জানেন কত রকমের জ্বর আসে মানুষের শরীরে?