কুহু কুহু সুরের খেলা,
বাতাস ছোঁয়া কোকিল্ ডাক,
রাঙ্গা দিদি-দাও ফুল কটা,
বসন্ত এলো,
বসন্ত এলো যে আজ।


ঝরা পাতায় নতুন সবুজ,
রঙ্গীন সুর আর রং এর খেলা,
সাজানো আমি ফুলে ফুলে,
বসন্তে আমি,
আমরা সবাই গোকুল মেলায়।


ছন্দে ছন্দে নুপুর আনন্দে,
বাজাও বাশী কৃষ্ণ তোমার,
বাঁধনহারা বাঁধনছাড়া,
এদিন যে শুধু ভালবাসার ।


আকাশ ভঁরা রং এর মাতন,
সবাই আজ নতুন সাজে,
পুরোনো হোক নতুন হোক,
এ সানাই যে মিলনের।