বাবা শেখ ফরিদ
ফরিদ আল-দিন মাসুউদ গানজ –ই-শকর
জন্ম-কোথেয়াল,পাঞ্জাব
সময়কাল-(১১৭৩-১২৬৬)


অযথা ভেঙ্গে দিও না মনটা কারও,
যেও না ভুলে,সবার মাঝে লুকোনো খোদা সে,
কথায় যেন তোমার না কাঁদে কেউ,
মনে রেখ,মন যে মানুষের,
সে এক অমুল্য মুক্তো।


০০০০০


হোক না মন্দ মানুষটা,
উপকার করলেই না হয় তার,
ফরিদ,রেখ না হিংসা কোন মনে আর,
থাকবে না কোন অসস্থি,
ছুঁয়ে যাবে জীবন,
আনন্দ আর্শীবাদের জোয়ারে তোমার।


০০০০০


জান না তুমি?
দয়ার তার নেই কোন সময়,
নেই কোন নিয়ম,
মনে হলো আমার,
পায় না কিছুই-অনেকে,নামাজ রোজা-দোয়ায় হাজার,
ঘুমে থাকা মানুষটা আবার-ভাসানো দয়ার স্রোতে তার।


০০০০০


বলে ফরিদ,
হয়তো একাই এ যন্ত্রনায় কাঁদি-আমি,
ঘরের ছাঁদে উঠে দেখি,
আগুন লেগেছে সব বাড়ীতে,আবার।


০০০০০


ফরিদ বলে,
সৃষ্টি করেছে যে,সেই তো সৃষ্টি,
জান,সৃষ্টিই আবার সৃষ্টিকর্তা,
কেন দোষ হবে সেখানে অন্যকারও,
আছে সে তো সবখানেই,আমার?
দোষ যদি হয় আমার,দোষ তো তারও।


০০০০