পারসী কবি ‘বাবা তাহির’(বাবা তাহির অরিয়ান হামদানী)-পারস্যের হামদান শহরে জন্ম আনুমানিক ১০১৯ খ্রীষ্টাব্দের দিকে,বেশ কিছুটা তর্ক বিতর্ক আছে তার জন্ম আর সময়কাল নিয়ে।এ হিসেবে বাবা তাহির,কবি ফেরদৌসী আর আবু সিনার সমসাময়িক,আর ওমর খৈয়ামের পুর্বসুরী।তার লেখার ধরণ ‘দো বায়াত’-পারসী চতুষ্পদী লেখার ধরণ।আধুনিক পারস্যেও তার কবিতা বীনা,সেতারের সাথে বাজিয়ে শোনার প্রচলন আছে।


(৪)


দুখী এ মনের ভাষা-সাজানো বাশীর সুরে,
হারানোর ভঁয় তোমাকে-জ্বালায় যে আমাকে,
ভুগে যাব যন্ত্রনায় আমি-হয়তো শেষ বিচারেও,
আল্লাহ জানা তো তোমার,কোথায় সে দিনটা আমাদের।
০০০০০



(৪)


কাঁটা আর পাথরকুঁচি ছড়ানো এ পথটা সবার,
বেহেশতের দরজার পথ,সেটাই আবার,
না রেখে যেত পার যদি,শরীরটা তোমার,
আর কিছু না হোক-না হয় হেঁটে যেও,হাল্কা শরীরে একবার।


০০০০০
(৪)


গতকাল হঠাৎ প্রশ্ন ছিল ঘোড়ার,আমার,
“স্বর্গ থেকে নিশ্চয় আসা,এ আস্তাবল তোমার?
খড় নেই খাবার,জলও নেই পাশে,
হয়তো বাস করার ফেরেশতার-তবে নয় কোন জন্তূ জানোয়ারের”।


০০০০০
(৪)


নিয়তি,আজও এড়াতে পারে নি কেউ,
ছুঁয়ে যায় সে নাচের সুরে-হোক না সে রাজা,হোক না উজির,
যে রাজা আক্রোশে আজ ধ্বংস করেছে-কেরমান,
আগামীকাল সেই যে,উল্লাসিত কীটপতঙ্গের খাবার।


০০০০০
(৪)


যদিও মাতাল,হারায় নি বিশ্বাস তবু তোমার,
অবুঝ দূর্বল,যদিও আমরা-আছে বিশ্বাস তোমাতে,
কেউ আমরা আগুন পূজারী,কেউ খ্রীষ্টান,কেউ বা আবার মুসলমান,
যে ধর্মেই বিশ্বাস আমাদের,করি বিশ্বাস শুধু তোমাকে।


০০০০