বেলায় বেলায় গেল যে বেলা,
সখী,আমায় নিয়ে এ কি খেলা,
দুপুর আমার সখী,গেল যে সাঝে,
কৃষ্ণ খেলায় আমায় কি সাজে?


খেলার মন আমার,সখী-ভোলা দুপুরে খেলায়,
কেন যে দেখা তোমার এ অবেলায়?


সময় সখী আমার,হারানো যে সময়ে,
বেলা শেষের বেলায় আমার কি ই বা আছে?
ছিলে পাশেই তুমি সখী,তবু যে অচেনা,
ভালবাসা আমার ছিল,ভালবাসায় অজানা,
থাকে যদি জন্ম আবার,ফিরে এসো ভালবাসাতে।