মুছে দিয়ে শীতের অভিশাপ,
এসো যৌবনের হাসি নিয়ে,ওগো ঝতুরাজ,
পলাশ রং রাঙ্গানো শরীর খেলায়,
নাচ গান আনন্দ ছোটে গোপিনির মন মাঝে।


চাওয়া নেই কিছু আর-এ বসন্ত বেলায়,
শুধু চুমু, চুমু আর চুমুর খেলা,
শরীর ছুয়ে যাওয়া যৌবনের ডাক,
আর কিশোরির প্রথম মিলন উচ্ছাস।


পলাশ,শিমুল,কৃষ্ণচূড়ায়,
লাল,হলুদ,সবুজ রং এর বাহার,
খোঁপায় কারও জড়ানো মালা,
শরীর ছড়ানো মিলনের গান,
এ যে বসন্ত,এ যে নবীনের সাজ,
মিলন সুরের আগামীর উচ্ছাস।