সমুদ্র দেখেনি রুবীনা,
ইসলাম স্যারের ভুগোল জলের মাপ,
মাধবপুরের পূর্নভবা,মেলেনি হিসেব রুবীনার।
রুবীনা দেখেছে ধানক্ষেতের সবুজ ফড়িং খেলা,
পুকুরপাড়ের পানকৌড়ির নাচন,
তবে ও তো সমুদ্র নয়,সমুদ্র আজও দেখেনি সে।


শুনেছে রুবীনা,সমুদ্র নাকি আকাশ জুড়ে,
গাংচিল আর মাছের যুদ্ধ সেখানে গল্ল্প আরেক।
পূর্নভবাও নাকি ছুটে যাওয়া সমুদ্রের ভালবাসায়,
আকাশটাও ভেঙ্গে পড়ে সেখানে,
ওটাই নাকি আবার জগতের শেষ।


বালুখেলায় ওখানে রকমারী খেলা,
লেখাখেলার নামগুলো হারায় স্রোতের দেশে,
রুপকথার পরী নাচন আছে জোয়ার ভাটায়,
স্বপ্ন দেখায় গল্পকথা অজানার।


সমুদ্র গোনার সময় চলে রুবীনার,
মনের মনে হাত বাড়িয়ে ছুঁয়ে যায় লবণ জল,
কথাপাতায় সাজায় গল্প নতুন,
আর জোয়ার জলের আনন্দ নাচন।


সংসার খেলার খেলায় হারানো রূবীনা,এখন,
শুধু শরীর নিয়ে শরীরের কথা,
আর এই জীবন সমুদ্রে,জীবন খোঁজা।


বায়োস্কেপের বাক্সে সমুদ্র রুবীনার,
হাত বাড়িয়ে ছুঁয়ে যাওয়া গাংচিলের আকাশ,
কান পেতে শোনা তিমি মাছের চীৎকার,
হারায় খেলা তার অজানা শুশুকের দেশে।


রুবিনার সমুদ্র দেখা হয়নি,
রুবিনাদের সমুদ্র দেখা হয়না,
সমুদ্র সময়ে ছেড়ে পালায় রুবিনাদের,
রুবীনাদের সমুদ্র চলে যাওয়া অন্য কোন দেশে।