আমি ভালবাসা খুজিনি সেদিন,
খুঁজেছি শুধু শরীরের স্বাদ,
স্তনের স্নিগ্ধতায় খুজেছি মাংসের গন্ধ,
যোনীর উচ্ছাসে-জীবনের ডাক।


ইন্দ্রানী-অসহায় সেই সন্ধ্যায়,
বলো,আমরা কি ছিলাম আমরা?
নিয়ম ছিল না কোন,
শুধু,আমাদের মানুষ হওয়ার যুদ্ধ।


বর্বর হাসির হায়েনার দল,
কালরাত্রি-নিঝুম, নিশির শব্দ্‌
রক্ত ছড়ানো হতাশা,
খুঁজেছি আমরা তবু জীবন মন্ত্র।


চীৎকার,কান্না-অত্যাচারের হাসি,
হতাশার আকাশ -আমরা কজন,
স্বপ্ন নেই-নেই আগামীর গান,
শুধু শরীর শিহরন-রক্ত হাসির ছন্দ।


খুজিনি ভগবান-
খুজেছি সেদিন যন্ত্রনায় আমার,
মানুষ হওয়ার মন্ত্র।


বিশ্বাস আমার,  
যদি থাকে ভগবান কোন এক আকাশে,
জানা না হোক,তার অজানা নয়,
আমার বেঁচে থাকায়,
সে ও ছিল ভালবাসা,
হয়তো কোন হিসেব ছাড়া।