‘আমি যে সেই ইন্দ্রানী-আজ ও,
আমি,তোমার বসন্ত ছুঁয়ে যাওয়া আকাশ,
তোমার হাত ধরা শিহরণ,
বদলায়নি কিছুটা তা নয়্,
তবু আমিই-বসন্তের সেই বর্নালি ছোঁয়াচ।


যদিও আমি নেই সে আমি,
সংসার খেলায় হারানো হয়তো,
সাজানো সং,
ঘর বাঁধা জীবনের খেলায়,
আমি-এলোমেলো ছোঁয়াচে বেঁচে থাকার গল্প।  


বদলানো জীবনের অনেকটাই,
আমি ও,উপেক্ষা করিনি শরীরের ডাক,
যৌবন যে আসে শুধু একবার,
দাদা,তবু তুমিই আমার ভালবাসার ভগবান’।