আবু ইসমেইল আবদুল্লাহ আল-হেরাউই আল-আনসারী
হেরাতের আবদুল্লাহ আনসারী(পীর এ হেরাত}
জন্ম-হেরাত,আফগানিস্থান
সময়কাল-(১০০৬-১০৮৮)


(১)
খোদা, খুন হয় যে তোমার হাতে,
নেই গন্ধ কোন রক্তের-সে শরীরে,
আর মার যাকে পুড়িয়ে-তুমি,
নেই যে ধোঁয়াও সেখানে।


মার যাকে পুড়িয়ে,যায় সে হেসে দহনে,
করেছ খুন যাকে,
ছুরির গলায়,
চিঁৎকার করে উঠে সে পরম আনন্দে।


০০০০০


(১)


খোদা,
জানই তো তুমি-সুখী কেন এ মনটা আমার,
মনটা যে ছোটে এ আশায়-পাবে সে সঙ্গ তোমার,
যদিও সে ছোটা নয়,আমার প্রচেষ্টায়।


খোদা,
যা কিছু করেছ তুমি,ঠিক তো সেটাই,
ঘুম ভেঙ্গে দেখি,
বন্ধু তুমি আমার-আছ পাশে সদাই।


০০০


(১)


আছে যে চোখে জগত দর্শন,
পায় না খুঁজে-সে গুন তার,
আবার যে চোখ ভঁরে থাকা গুনের সাগরে,
পায় না সেই জন-খোঁজা যাকে সদাই।


০০০০০


(১)


শোন তুমি-ছেঁড়ে গেছ নিজেকে,
পাও নি খুঁজে-আজও,বন্ধু তোমার,
করো না দুঃখ,
আছে সে তোমার সাথে-
আছে প্রতি নিঃশ্বাসে।