এভাবে সময়ের হিসেবে তোকে,খুজিনি কোনসময়,
দেখা হয়নি,তোর-দশ ঘন্টা,নব্বই দিন মিনিট ছয়,
অবাক হওয়ারই কথা-রুমু,
বদলে যাওয়া,জগতটায় এলোমেলো সবাই,
আমরা,দাবা খেলার নতুন গুটি আর কিছু না।


ঘোমটা লুকোনো মুখে-তোকে কি ভাবে পাব খুঁজে,
ভালবাসায় এখন যে দূরত্ব-ছ ফিটের,
রং এর ঠোঁটে যাবে না খোজা-অজানা ফলের স্বাদ,
উরুর দেশেও হবে না সাজানো,উতাল দেশের মেলা,
কটা কথা আর হাতছানিতে ছুটে যাওয়া।


ভালবাসার ভগবান সাজিয়ে দিল-এক কানামাছি খেলা,
খুঁজে যাও শুধু ভেসে আসা বাশী,
যেও না আর ঐ গোপিনীদের নাচন মেলায়,
মাতাল সুরে দেখে যাও মাখন,
ভুলে যাও সব খেলা বেলার বেলা।