পার করিতে হবে গো ভাব্ছো কি বসি মনে,
পারাঘাটে বসে আছি তোমারই জন্যে।


সময় ফুরোলো সখী-যায় যে ছুটে বেলা,
একা সখী আমি,
একা আমি সময় শেষের খেলায়।


শুকনো ফুলের সাজ,
হারানো স্মৃতির মেলায়,
ভুলে যাওয়া জীবনের সুর-সখী,
আমি যে খেলার পুতুল আরেক-ভগবানের খেলায়।


ফুরোবে বছর-
আসবে বসন্ত-নতুন ফুলের মেলায়,
যেওনা ভুলে সখী,,-আমায়,
লুকোনো রবো আমি-তোমার মনের ঘরে।


ফুরোনো ভালবাসার গান,-সময়ের খেলায়
বেলা শেষের বেলায় আমি বড়ই একেলা।
হবে না সাজানো কথা আর কথার কথায়,
খুজে নিও সখী আমায়-তারার মেলায়।


এক জীবনের ভালবাসা আমার,\
হাজারো বসন্তের সুরে-
ভালবাসায় তোমার আমি
চির নতুন-চির বসন্তের দেশে।