ইন্দ্রানীর জ্বর,
বেশ কদিন ইন্দ্রানীর জ্বর,
আর জ্বর এলেই ইন্দ্রানী ভালবাসা খোঁজে,
চুমু খোঁজে যে ইন্দ্রানী ঠোঁটের কোনায়।


সেই যে পাহাড় খুঁজতে গিয়ে,
ইন্দ্রানী খুঁজে পেল আকাশের কান্না,
জানা ছিল না তার,
বৃষ্টিতে হয় না ভালবাসার গল্প,
বৃষ্টিতো শুধু শরীর চেনার আকাশ।


জ্বরের শরীরে শুয়ে, আকাশ ও হয় অচেনা,
বিস্বাদ ঠোঁটে চাই কার ও একটা চুমু,
আর কোন আকাশ তৈরী শরীর গল্প,
জীবনটা তখন যে একার,
কিছুটা সময়ের ভগবান হওয়ার আশায়।