বাঙালী খুঁজছেন –বিধান বাবু,
শুধু কথায় নয়,
সাজে আচারে বাঙালী।


দেখেনি শুধু ভাঙন, মেঘনা আর পদ্মায়
দেখেছে বেদেনীর উল্লাস,শুনেছে বাউলের সুর,
ভাঙ্গা অতীতে খুঁজেছে আগামীর দুপুর।


পরনে নাই বা রইলো বিশেষ সুর
তবে কথায় চাই মেদিনীপুর।


কবার পড়েছে রবীন্দ্রনাথ,
চরকের মেলা কি দেখেছে কখনো?


বাঙ্গালী চাই, চোখে মুখে ধরনে বাঙ্গালী।
সবকিছুরই তো বিধান আছে,
আগামীকালে যেন জানে সবাই,
এ সেই বাঙ্গালী- ব্রক্ষার খাতায়।