তার-এ বয়সে সব কিছুই বেমানান।
সোনালী চুল-এখানে ওখানে অসামঞ্জস্যের মেদ,
চোখের কাজল ছাড়িয়ে এসেছে সময়ের কালি,
হাল ছাড়ানো যৌবন হারিয়েছে বেশ কিছু কাল।


ঠোটের ভালবাসা এখন,
বয়সে হারানো বদ্বতার বাতাস।


নিজস্ব কোন পৃথিবী নেই,সরস্বতীর,
যা আছে সময়ে লুকোনো
লাইব্রেরীর চত্বরের ভালবাসার পচা আমেজ।


হারিয়েছে স্বপ্ন-নেই কোন সুর
চারপাশে শুধু একগাদা হিসেবের গন্ধ।
সব কিছু সাজিয়ে নেওয়া
এটা পঞ্চাশের রাজ্য।


সময়ের সন্ধ্যায় এখন সবই -বেমানান,
চারপাশের সবুজ-চোখের উচ্ছ্বাস
এখন থমকানো ফ্রেস্কোর
বিচ্ছিন্ন উল্লাস।