সরস্বতীর সংসার সাজিয়ে দিলেন-বাবা মা।
পছন্দের ছেলে-বনেদী বংশ,
হয়তো বা আছে
কোন রায়বাহাদুরে যোগাযোগ।


গায়ের বাড়ীতে-ঘাট বাধানো সমাজ,
সাজানো পুকুর,
বাবা-মা- সাজিয়ে রেখেছেন
চন্দ্রাবতীর মত একগাদা অলঙ্কার।


ভালোলাগার ছোঁয়াচ
ওটাও সাজানো ঘরে,
সরস্বতীর অপছন্দের আছেই বা কি?


সরস্বতী তখন লজ্জাবতীর লতায়
লাইব্রেরীর সান বাধানো চত্বরে
খুঁজছে হাত ধরা এক পা দু পায়ে
স্বপ্নের শিহরণ আর ভালবাসার সুর।

অবাক সরস্বতী,
দিবে শরীর স্বপ্ন- বিলিয়ে,
ভালবাসা ছাড়া এ সুরে ?


সংসার এলো তবুও
সানাই বাজিয়ে-মঞ্চ সাজিয়ে,
শরীর এলো নিয়মে- নতুন মুখে
এক-দুই-তিন।


ভালবাসার সরস্বতী
খোজে শুধু এখন-গহনার ধরণ,
যন্ত্রের সুর- ঝকঝকে দালান।


স্বপ্ন হারিয়েছে সুর-
আর ভালবাসা হারিয়েছে তার সময়।