এটা নাকি সময়ের সাথে যুদ্ধ করার সময়।
একাকীত্বের চারপাশ- বাতাসের চুপিচাপি আনাগোনা,
নেই কেউ পাশে-শুধু আমি আর আমার নির্জনতা।


রতনবাড়ীর শেফালী,কুন্ডুপাড়ার এষনা
হারিয়েছে রং ধনুর কোন সে মাথায়।


পুতুলখেলার ছেলেবেলা-রায়বাড়ীর ময়ূর খেলা,
পুঁজোর ঘণ্টা-রথের সাজ,
আজ সব ভাগ করা ভিন্ন সমাজ।


রথবাড়ীর মাধব দা-পুকুরপাড়ের গোপাল
দেশছাড়া অনেক কাল।


সময়ের সন্ধ্যায় আছেই বা কি-
হাজারো বিচ্ছিন্নতা আর অজস্র স্মৃতি।
খুঁজি নিজেকে সময়ের খাতায়,
সময় সে ও হারিয়েছে আমায়।