ভালবাসবো বলে জোনাকির আলো সাজিয়েছি,
গোধূলির সুরে সাজিয়েছি স্বপ্ন।
বসন্তের সবুজকে এনেছি-বেঁধে চারপাশে,
স্বপ্নে সুর নেই ভেবে-ভেঙ্গেছি কোকিলের পাখা।


সাজিয়ে আনবো মনের মানুষ-ভালবাসার সুরে,
অতি সাধারণ তবুও অসাধারণ।


সুখ আছে কান্না আছে
আছে সাধারণ কামনা,
শরীর আছে,
সাধারণ চাওয়ায় ভরপুর।