সাজানো সকালে-একা আমি
শরীর ছড়ানো অজানা যুবতীর ছন্দে
অচেনা সুরের অচেনা আলোয়,
সৃষ্টির প্রথম পুরুষ-আমি।


হারানো সমাজের আন্দোলন,
ধর্ম-অযথার নীতি,
কথা নেই-নেই ভাললাগার সুর,
শুধু শরীর স্রোতে শরীর।


রাত আসে রাত যায়-
সাজানো সময়ের হিসেব,
একাকী আমি স্মৃতির সুরে,
অচেনা–চেনার বুকে।