ছেলেবেলায় মা বলতেন
‘শিশিরের ফোটাগুলো মুছে দিস না
হাজারো দুখী জনের ভাষা ওখানে’।


দালান প্রাচর্যতায় বদলেছে শিশিরের সুর
নতুন শব্দে এসেছে,নতুন চোখের ভাষা,
রয়ে গেছে তবুও ধর্ম সাজিয়ে বিধাতা খোঁজার পালা।


নবীন পুরের মাঝি-তরুণপুরের চাষি
খোঁজে ভগবান তেপান্তরের সুরে,
ভগবানের আসর সাজানো যদিও বা
দেবনাথের অলঙ্কারের রথে।


মাধবপুরের সরকার বাবু,
আর নীতিনপুরের চাষি
সুর ভাষায় আজও পুরোনো সুরের পাখী।


মা কে বলতে ইচ্ছে করে
ভগবান কেন শুধু রুপোর চমকে,
নেই কেন আজও মাধুরীদের ভাঙ্গা ঘরে?