শহর ছাড়ছে-ইন্দ্রানী,
হতাশায় ভঁরা মন আমার- যদিও বা ছিল জানা।


পঞ্চাশ ছাড়ানো বিচ্ছিন্ন দুপুরে,
বসন্ত আর সুর ছাড়া-আমি।
ইন্দ্রাণী আমার-গোধুলির সান্তনা
এলোমেলো হিসেব-পুরোনো হওয়ার নতুন সুর।


স্বপ্নসুরের ইন্দ্রাণী,
ভঁরা ভালবাসায়-সুর-স্বপ্ন সাজানো-শরীরে।


যদি বা ক্ষণিকের গান-
ভগবান হওয়ার পালা আমার -ইন্দ্রাণীর সুরে।


নতুন সুরে নতুন স্বপ্নের-আমি,
হারাবে আমার রাজা সাজার খেলা,
বসন্ত সে তো ছিল বসন্তই- যে কোন সুরে।