দিন সময় বদলেছে অনেক,
গ্রাম ভেঙ্গেছে-এসেছে শহর,
হেমন্ত-বসন্তের বদলেছে গান
বদলায়নি শুধু মাধুরীদের কথা।


ছিল আবর্জনা যেমন-রয়েছে আজও তেমন।
মাধুরীদের জন্মে নেই কোন গান
বাবা মার সুরে শুধু হতাশার আহ্বান।


ছেলের জন্ম নয়-তবে আনন্দটা কিসের,
ভবিষ্যৎ সেও তো অন্ধকারের।


সময় কাটে মাধুরীর ঘরের কোনে  কোনে,
সাজে সং খোঁজে রাজকুমার দিন প্রতিদিনে।
অচিন পুরের নতুনলোকে লুকোনো সেই মুখ,
হয়তো আসবে নিয়ে ভঁরা সমুদ্রের সুখ।


‘যেও না ওধারে, কথা বলো নরম সুরে
দেখাবে ভক্তি পদে পদে,
ভুলো না মেয়েদের জীবন ভরা দুর্যোগে’।


বদলায় সময় আসে নতুন সুর,
বাজে সানাই-সাজানো নতুন পৃথিবী,
সংসার সাজাবে মাধুরী-চলেছে অন্য পৃথিবীতে।


কান্নার কটা দিন মা বাবার সুরে,
তার পর হারায় মাধুরী-সময়ের শহরে।
ভালবাসা কি না তবে কাটে কটা দিন আনন্দের রথে,
হারায় মাধুরী সময়ের খাতায়-আর ভালবাসার কুমার অন্য শরীরে।